Sharing is caring!
বিশেষ প্রতিনিধি : বেনাপোলে মধ্যেরাতে মদ্যপন্থায় এক গৃহবধু ও তার স্বামীকে মারপিটের অভিযোগে বাবু সরদার (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাত ১২ টার সময় বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক বাবু সরদার বেনাপোল ছোটআচঁড়া গ্রামের মৃত আকবর আলী ওরফে ক্লে আকবারের ছেলে, এবং আহত রিতা সরকার একই গ্রামের রবীন সরকারের স্ত্রী।
রবীন সরকার জানায়, তার স্ত্রী রিতা সরকার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় রাত ১২ টার সময় ঘরের বাহিরে বাথরুমে যায়। বাথরুম সেরে সে বের হলে স্থানীয় বাবু সরদার মদ্যপবস্থায় তাকে কাপড় ধরে টানা টানি করে। এসময় তার স্ত্রী চিৎকার চেচামেচিতে ঘর থেকে বের হয়ে স্ত্রীকে বাবু সরদারের হাত থেকে রক্ষা করতে গেলে তাকে লাইট দিয়ে বাবু সরদার আঘাত করে। এসময় তার স্ত্রী তাকে ঠেকাতে গেলে স্ত্রীর মাথায় ও লাইট দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। তার স্ত্রী রক্তাক্ত অবস্তায় অজ্ঞান হয়ে পড়লে বাবু সরদার দৌড়ে পালিয়ে যায়। তার স্ত্রীকে নাভারন বুরুজ বাগানে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনার শিকার রীতা সরকার বলেন, বাবু সরদার খারাপ কাজের উদ্দেশ্যে আমাকে গভীর রাত্রে কাপড় ধরে টানা টানি করে। এসময় সে মদ্যপান করা অবস্থায় ছিল।
স্থানীয়রা বলেন,বাবু সরদার রাতে মদ্য পান করে রবিন এর বাড়ির পাশে চিৎকার চেচামেচি করতে থাকলে তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাইট দিয়ে তাদের উপর হামলা করে।এবং চিৎকারের শব্দে পেয়ে এসে দেখি রিতা ও রবিন আহত অবস্থায় কান্নাকাটি করছে ও বাবু সরদার দৌঁড়ে পালায়। ঘটনাটি থানায় খবর দিলে পুলিশ এসে বাবু সরদারকে আটক করে থানায় নিয়ে যায়। এব্যাপারে রিতার স্বামী রবীন সরকার বাদী হয়ে পরের দিন সকালে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতা হানীর অভিযোগ দায়ের করেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, রাত্রে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে বাবু সরদারকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানায় রিতার স্বামী রবীন সরকার বাদী হয়ে শ্লীলতাহনীর অভিযোগ করেছেন। আসামিকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।