১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

বাড়ির মালিকদের প্রতি বাড়ি ভাড়া মওকুফের আহ্বান পৌর মেয়র ফজলুর রহমানের

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
বাড়ির মালিকদের প্রতি বাড়ি ভাড়া মওকুফের আহ্বান পৌর মেয়র ফজলুর রহমানের

Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ  করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে নিম্ন আয়ের লোকজন, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

 

তিনি পৌর এলাকার বস্তিবাসি এবং নিম্ন মধ্যবিত্তদের এক মাসের বাসাভাড়া মওকুফ করেত মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পৌরসভার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র।

 

পৌর মেয়র বলেন, ‘এই মুহুর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাসের ভাড়া মওকুফ করি তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।’

 

এক্ষেত্রে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে মালিকদের জন্য সংশ্লিষ্ট মাসের পানির বিল মওকুফেরও ঘোষণা দেন মেয়র ফজলুর রহমান।