অভিযোগ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। তারা দুজনই পুরুষ। একজন সৌদি আরব থেকে ভ্রমণ করে এসেছেন। আরেকজনের দেশেই ছিলেন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আজ মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে এ কথা বলেন।
এ সময় সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যারা মারা গেছেন, তারা শেষ সময়ে যোগাযোগ করেছেন। করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তিরা এমন সময়ে আমাদের কাছে এসেছিলেন, তখন আর কিছুই করার ছিল না।’
ওই সময় প্রতিষ্ঠানটির পরিচালক জানান, আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৫ জন বিদেশ থেকে এসেছিলেন। তিনি বলেন, ‘যাদেরই উপসর্গ আছে, তাদেরকেই পরীক্ষা করা হচ্ছে।’
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে নিজ নিজ বাসা-বাড়িতে ফিরে গেছেন তাদের বিষয়ে সেব্রিনা ফ্রোরা বলেন, ‘তাদেরকে যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা না হয়। তারা যাতে সামাজিকভাবে গ্রহণযোগ্য হন।’
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ হাজার ৬৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৫ জনের।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ হাজার ৬৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৫ জনের।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.