Sharing is caring!
মোঃ জাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাট জেলার মোংলা উপজেলাস্হ চাঁদপাই রেঞ্জের কোঁদালিয়া খালে আজ ৩১ মার্চ সকাল ৭.৩৫ এর দিকে র্যাব ও ডাকাত দলের ভিতর এক বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ এর অধিনায়ক কর্নেল জনাব মোঃ রওশন ফিরোজ জানান গোপন সংবাদ মারফৎ জানতে পারি সোমবার রাতে কোঁদালিয়া খালে একদল ডাকাত জেলেদেরকে জিম্মি করে বিকাশের মাধ্যমে টাকার দাবী করে মারপিট সহ নানান রকম অত্যাচার করতে থাকে।এটা জানার সাথে সাথে আমরা ফোর্স সহ উক্ত এলাকায় গিয়ে রেড দেই।
ডাকাত দল আমাদের উপস্হিতি আঁচ করতে পেরে আমাদের কে লক্ষ্য করে এলোপাথারী গুলি চোড়ে।পাল্টা জবাবে আমরাও গুলি ছুড়ি।উভয় পক্ষের গুলাগুলিতে ১ জন ডাকাত নিহত হয় ও ২ জন র্যাব সদস্য আহত হন।ঘটনা স্হল হতে পাইপ গান,রামদা,চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।নিহত ডাকাতের পরিচয় বা নাম জানা যায় নি।
নিহতকে মোংলা থানায় সোপর্দ করা হবে বলে র্যাব অধিনায়ক জানান।ডাকাত নিহত হওয়ায় জনমনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।
আবার সচেতন মহলের দাবী – এতো ক্রস ফায়ার,আত্ম সমর্পন এবং প্রশাসনের সর্বাত্মক সতর্কতা সত্বেও ডাকাতের আনাগোনা কেন কমেনা তা আমাদের বোধগম্য নয়-তাই এ বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের জন্য কর্তৃপক্ষের নিকট আরো জোরালো হস্তক্ষেপ প্রার্থনা করছি।