ঢাকা প্রতিনিধি : প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাসকে প্রতিরোধ করতে সচেতনা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ফোনে তথ্য ও পরামর্শ সেবা নিতে পারবেন ডিএনসিসি এলাকার নগরবাসী। সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে এ সেবা চালু করা হয়েছে। মগবাজার এলাকায় ৮৮০২-৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর এলাকায় ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর এলাকায় ০১৩০১-৫৯৬৮৩৯, পল্লবী ও মিরপুর এলাকায় ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা এলাকায় ০১৩১৪-৭৬৬৫৪৫ নগরবাসীরা এসব নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.