জি.এম.কৃষ্ণা শর্ম্মা, কমলগঞ্জ প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামে আলফু মিয়ার দোকান ঘর ও বসতবাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় আলফু মিয়ার বাঁচার স্বপ্ন।
আজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
কান্নাজড়িত কন্ঠে আলুফ মিয়া জানা প্রথমে তার মেয়ে আগুন বলে চিৎকার করলে তিনি ঘর থেকে বাহিরে এসে বিদ্যুতিক মিটারে কাছে আগুন দেখতে পান এবং চিৎকার করলে এলাকার লোকজন আসেন। তার সামনে দোকান ও পিছনে বসতঘর একি সাথে হওয়ায় বাড়ির আসবাবপত্র সহ অন্যান্য সব কিছু পুড়ে যায় কিছুই রক্ষ করতে পারেন নি।
দোকানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ছিল। ধারণা করা হয় অনুমানিক মোট ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে। তিনি হা-হুতাশ করে বলেন তিনি সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা ঋন নিয়ে মালামাল এনেছেন দোকানে কি করে তা পরিশোধ করবেন।
এলাকাবাসী মোঃ মোয়াজ্জিম হোসেনের সাথে আলাপ কালে বলেন তিনি প্রথমে ফায়ারসার্ভিস কে ফোন করেন তারা আসতে কিছুটা দেরী করেন বলে অভিযোগ করেন। এও বলেন ফায়ারসার্ভিস কর্মীরা এসে যথাসাধ্য চেষ্টা করেন প্রায় এক ঘন্টা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে করেন বলে জানান।
কমলগঞ্জ ফায়ারসার্ভিস লিডার ফরিদ মিয়া বলেন আমরা ফোন পাওয়ার সাথেই চলে আসি আগুন নিয়ন্ত্রনে ৭ জন কর্মী ও এলাকার লোজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু বলেন খরব পেয়েই চলে আসি ঘটনাস্থলে বিভিন্ন জনে কাছে থেকে জানতে পারি বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
দেশের চারিদিকে যখন করোনাভাইরাস আতঙ্কে নিরব নিস্তব্ধ তখনি আগুন নিভাতে হাজারো গ্রামবাসী একত্রিত হয়ে যে – যেমন করে আগুন নিভাতে কাজ করেছেন সহযোগিতা করেছেন ফায়ারসার্ভিসকে আগুন নিভাতে এ – এক মানবিক বাংলাদেশের চিত্র প্রামণিত হলো মানুষ মানুষের জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.