Sharing is caring!
সকল শক্তিই ব্যর্থ খোদার কাছে
★ কবি ডা.মিজানুর মাওলা★
পৃথিবীর বুকে কতো শক্তি নিপাত হইয়া গেলো আর এলো,
লন্ড ভন্ড রাজা প্রজা মরে পচেঁ নিঃস্ব হয়ে গেলো।
কতো বেইমান নাস্তিকবাদী ঈমান হারা মুশরিক করে চলে,
ঐসমস্ত অজ্ঞ মুরুখ্য নাদান জানেওনা শুনেনা কি তারা ইতিহাস দেখেও না চোঁখে?
কতো শত জ্ঞান বিজ্ঞানী কোরআন বিরোধী চিন্তা গবেষণা করে,
আজকে তারা বানর শুকড় কুকুর বিড়াল বন্য হইয়া চড়ে।
হে জাত বেজাত- জাহেলি যুগে বেইমানদের ইতিহাস একটু পড়ে দেখো,
কেমন ছিলো রাজ্যে রাজার শাসন শোষণ কেন ধবংস হলো।
করছে যতো গাদ্দার গিরি খোদার সাথেই বেঈমানি,
ধবংস তাদের নিশ্চিত হলো অপমানের ঝলকানি।
যেমন গর্ব অহংকারে ধবংস হলো ফেরাউন নিমজ্জিত নীলনদে,
তেমনি যুদ্ধ ঘোষণা করে নমরুদ খোদার সাথে সামান্যতম নেংরা মশার আঘাতে মরে।
এমনি ভাবে ধবংস হলো সাদ্দাদ বেহেশত বানিয়ে উদ্ভোধন করার দিনে মৃত্যু হয় বেহেশতের ফটকে,
কতো শত নাস্তিক মুরতাদ কাফের বেঈমান আবুজাহেল আবুলাহাব ওতবা সাইবা সবাই গেলো নরকে।