Sharing is caring!
জাহিদুল ইসলাম,গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের ঢোলভাঙা বাজার থেকে এক কিশোর কে উদ্ধার।
সেই কিশোরকে নিয়ে সাদুল্যাপুর উপজেলার ঢোলভাঙার যুবকরা ফেসবুকে স্ট্যাটাস দিলে তার অভিভাবকের দৃষ্টিতে পড়ে সন্তানকে খুঁজে পেল।
গত ২৯জুন শনিবার লালমনিরহাটের খোলাহাটি গ্রামের সাইদুল ইসলামের পুত্র ১নং হরিন চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ রাসেল মিয়া (৯)।
জানা যায় , ৪ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় ৯/১০ বছরের একটি ছেলে ঢোলভাংগা বাজারে অস্বাভাবিক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।
সাদুল্লাপুর উপজেলার বড়গোপালপুর গ্রামের ভাইভাই কনফেকশনারি ব্যবসায়ী খন্দকার আব্দুল বাতেন মিলন তাকে নিজ হেফাজতে বাড়ীতে নিয়ে যায় ।
বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হলে ৬ দিন পর তার প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়া যায় ।
এই প্রতিবেদক রাসেল কে নিখোঁজ হওয়ার বিষয়টি জিজ্ঞাসা করিলে রাসেল জানান শখের বসে ট্রেনে চড়ে বেড়াতে থাকলে হঠাৎ ট্রেনটি ছেরে দেয় এবং ট্রেনে সে ঘুমিয়ে পরে । এক সময় ট্রেনটি গাইবান্ধা স্টেশনে এসে থামলে রাসেল সেখানে নেমে পড়ে । পরে গাড়ীতে চরে ঢোলভাংগা এসে দিক বিদিক ঘুরতে থাকে এবং উপরোক্ত ব্যক্তির সরনাপন্ন হয় ।
আজ ৫ জুলাই শুক্রবার নিখোজের খালাত ভাই পিএস আই মিলন (সদর কোট) তাকে নিতে আসে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার (তদন্ত ওসি) মুস্তাফিজুর রহমানের সাথে মুটোফোনে কথা বলে তাহার খালাত ভাইয়ের নিকট হস্তান্তর করা হয় ।