* সৈয়দ জোনায়েদ*
পৃথিবীটা এখন বড্ড অশান্ত,
ঘুম নেই চোখে
নির্ঘুম রাতে অলখে চেয়ে আছে,
প্রতিটা পাড়ায় আজ কীটের আসর,
নিরস্ত্র জীবন ঝরে রুক্ষ কীটের কাছে।
পৃথিবীটা অশান্ত আজ,
গাছ পাখি জীব আছেই তো বেশ,
মানুষের মনে ছড়াচ্ছে না আবেশ,
জিম্মি আজ, বড় অসহায়
জীবন যুদ্ধে ডুবছে হতাশায়,
কবে পাড়ি দেবে মরণ সমুদ্র
কবে হবে এর শেষ।
পৃথিবী আবার শান্ত হবে,
অশান্তির কালো মেঘ ভেদ করে জাগিবে সূর্য
আবার হবে মধুময় সকাল।
বসন্তে ফুটবে ফুল, গাইবে কোকিল,
বাতাসে পাপড়ির গন্ধে ফিরবে বিকেল।
পৃথিবী আবার শান্ত হবে।
রাস্তার ভিক্ষুকটি আবার হাত পাতবে দুয়ারে,
পাড়ার ছেলেটিও খেলবে মাঠে
ছোট টঙে, চায়ের দোকানে বসবে আসর,
কাকিমা, মা আর কাঁদবে না দুমুঠো চাল ফিরায়ে।
পৃথিবী শান্ত হবে আবার।
রাস্তার পাশে আবর্জনায় জমবে খাবার,
অসহায় ছিন্নমূল, পাগলের ভরবে পেট,
কুকুর গুলো ঘুরবে না খালি পেটে,
থাকবে না আর ক্ষুধার হাহাকার।
প্রিয় মুখে ফুটবে হাসি,
স্বপ্ন পূরণ হবে তার,
সময় কাটবে রঙিন সুতোয়
সুখের নদী হবে অবিনাশী।
পৃথিবী শান্ত হবে আবার।
আবার কোলাহলে ব্যস্ততায় খুঁজবে সুখ,
হয়তবা আবার জড়াবে বিভেদ
আবার ক্ষমতার কাড়াকাড়ি,
তবুও থাকবে না মরন কুয়াশা
ঝরবে না অঝরে শিশির।
পৃথিবী শান্ত হবে,
প্রিয় মুখে ফুটবে আবার হাসি,
গায়ে মাখবেনা মরন কুয়াশা,
ঝরবে না শিশির।
বাতাসে মিশবে না মায়া কান্না,
আবার হবে শান্ত,
মেঘে মেঘে ভাসবে অনাবিল সুখ
পৃথিবী ফিরে পাবে তার চীরচেনা রূপ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.