জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরী ও বেকারী থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সুনামগঞ্জের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সুনামগঞ্জ র্যাব-৯ এর এএসপি আব্দুল খালেক। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে শহরের বাগদাদ বেকারী থেকে ৪০ হাজার টাকা, ও ঢাকা রয়েল বেকারী থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে নকল মনোগ্রাম ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে চাইপাই আইসক্রিম ফ্যাক্টরী থেকে ২০হাজার টাকা এবং বিষাক্ত কেমিকেল ও রং ব্যবহার করে আইসক্রিম তৈরী করার অপরাধে তিপ্তী আইসক্রিম ফ্যাক্টরী থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন ছাড়াও র্যাব-৯ এর প্রাণকৃষ্ণ, জসিম উদ্দিন, রফিক আহমদসহ র্যাব সদস্যরা অভিযানের সাথে ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.