২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ইউপি সদস্য কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ার গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
রূপগঞ্জে ইউপি সদস্য কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ার গ্রেফতার

Sharing is caring!

মো: শাকিল আহম্মেদ , নারায়ণগঞ্জঃ রূপগঞ্জে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ারকে (৩৮)কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ার মুন্সিগঞ্জে আত্মগোপনে আছে।
পরে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন বুধবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে আসামী জামাল, সাদ্দামসহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।