Sharing is caring!
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধঃ
যশোরের বেনাপোল সীমান্তে থেকে এক লক্ষ ২০হাজার মার্কিন ডলার সহ জসিম উদ্দিন(৩০) নামে এক ডলার পাচারকারী কে আটক করে ধান্যখোলা বিজিবি ক্যাম্প।
শনিবার(২১শে মার্চ)সকাল ৮টার সময় আটক করা হয়।আটকৃত ডলার পাচারকারী বেনাপোল পোর্টথানাধীন বাহাদূরপুর গ্রামের আবুবক্করের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে ভারতে পাচারের সময় ধান্যখোলা গ্রামের সীমান্ত মাঠের মধ্যে থেকে এক ডলার পাচারকারীকে সন্দেহে হলে তার দেহ তল্লাশি করে এক লক্ষ ২০হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যার বাংলাদেশি মূল্য এক কোটি এক লক্ষ ৬ হাজার ৪ শত টাকা। আটকৃত আসামীকে ডলার পাচার আইনে মামলা দিয়ে ডলার সহ পোর্ট থানায় হস্থান্তর করার প্রক্রিয়াধীন।