২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২০
মাধবপুরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Sharing is caring!

মোঃ জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ৫ ব্যবসায়ীর নিকট থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (২০মার্চ)সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

 

করোনা ভাইরাসের কারনে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি হতে পারে বলে সাধারণ লোকজন গতকাল পেঁয়াজ কিনতে দোকান গুলোতে ভিড় জমায়।

 

এ সুযোগে ব্যবসায়ী আকস্মিক পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আয়েশা আক্তার এ বাজারে অভিযান চালায়।

 

এদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা পেঁয়াজ লুকিয়ে রাখে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।