২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ,কাজীর ৬ মাসের কারাদন্ড

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯
শিবগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ,কাজীর ৬ মাসের কারাদন্ড

Sharing is caring!

 সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত কাজীকে বুধবার রাতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি কানসাট ইউনিয়ন বিবাহ রেজিষ্টার (কাজী) মোঃ আনোয়ারুল ইসলাম(৬১) । ভ্রাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বুধবার বিকাল ৩ টার দিকে কানসাট ইউনিয়নের পুলিশ মাইল এলাকায় কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে এ রকম সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অভিযানের খবর টের পেয়ে কনের পরিবার ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কানসাট ইউনিয়নের কাজী আনোয়ারুল কে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্ত কাজীকে রাত সাড়ে ৮ টার দিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।