Sharing is caring!
মোজাম্মেল হকঃঃসুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়।
উপজেলার নিন্মাঞ্চলে সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতির। আকস্মিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসিয়ে নিয়ে গেছে মৎস্য খামারের মাছ। ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন এসব মৎস্যচাষী।
জেলা মৎস্য কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলার সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলায়। মৎস্য সম্পদের মোট ক্ষতির পরিমাণ ৯৩ লক্ষ ৯১ হাজার ৫শত টাকা। এই উপজেলায় ৩০.৭৫ হেক্টর আয়তনের ১৯০টি খামার ক্ষতিগ্রস্ত হয়। ৬৯ লক্ষ ৩০ হাজার টাকার ৩৪.৬৫ মে. টন মাছ এবং ১৫ লক্ষ ৩৬ হাজার ৫ শত টাকার ২১ লক্ষ ৯৫ হাজার টি মাছের পোনা ভেসে যায়। অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৯ লক্ষ ২৫ হাজার টাকার।
ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, ‘আকষ্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ইতিমধ্যেই মৎস্য অধিদপ্তরে ক্ষয়ক্ষতির তালিকা পাঠিয়েছি। আশা করছি ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণ পাবেন।