২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তীর্ব তাপে ক্লান্ত-তৃষ্ণার্ত মানুষের মাঝে জুস বিতরণ করেছে ‘ব্রিজ একাডেমি’র শিক্ষার্থীরা।

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯
তীর্ব তাপে ক্লান্ত-তৃষ্ণার্ত মানুষের মাঝে জুস বিতরণ করেছে ‘ব্রিজ একাডেমি’র শিক্ষার্থীরা।

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা ছাতক থেকেঃ-
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমির শিক্ষার্থীরা তীর্ব তাপে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের মাঝে তাৎক্ষনিক নিজেদের ব্যাবস্থাপণায় ট্যাং দিয়ে তৈরি বিনামূল্যে জুস ও কেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকায় তৃষ্ণার্ত সাধারন মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়িয়ে়ছির তারা।
একাডেমির শিক্ষার্থীরা বলেন, আমাদের টিফিনের জন্য বাড়ি থেকে যে টাকা নিয়ে আসি সেই টাকায় আমরা এ উদ্যোগ গ্রহন করি। বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা বরফ ও কেক কিনে আনা হয়। এর পর ছোট ছোট ট্যাংকে পরিমানমত পানি, ট্যাং, চিনি ও বরফ মিশিয়ে দেয়া হয়। তার পর আমরা বোতলে ভরি এবং স্কুল বাসে করে বিতরণের জন্য বেরিয়ে পড়ি। তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে ৩০০ বোতল জুস ও ৩০০ পিস কেক আমরা বিতরণ করেছি।
একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, শিক্ষকের দায়িত্ব হলো, শিক্ষার্থীর জীবনকে সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সর্বপ্রকার মূল্যবোধের শিক্ষা দেয়া। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা, ঐক্য প্রতিষ্ঠা, ব্যক্তি ও সমাজের সম্পর্ক নির্ণয় সামাজিক মূল্যবোধ দ্বারাই সম্ভব। এরিস্টটলের ভাষায় ‘সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। শিশুর মধ্যে লুকিয়ে থাকা সৎ ও সামাজিক গুণাবলীর বিকাশ সাধন করা শিক্ষকের কর্তব্য। জ্ঞান আহরণ, মেধা বিকাশ ও উন্নয়নে, শিক্ষার্থীর চরিত্র গঠন, নৈতিক ও মানসিক গুণাবলি অর্জনে ব্রিজ একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।