Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারী সদরের একটি বেকারিতে অভিযান চালিয়ে পচা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে বেকারিটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌর এলাকার আব্বাসিয়া পুল এলাকায় নিউ বিবাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও রুহুল আমিন বলেন, বেকারিটিতে গিয়ে আমি হতবাক হয়ে যাই। পচা ডিম যা তিন দিন আগে ভেঙে রাখা হয়েছে। এক সপ্তাহ আগের দুর্গন্ধময় খামি দিয়ে বানানো হচ্ছে কেক। পচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হচ্ছে বাটার বন।
কালো রঙের ময়লা তেল দিয়ে ভাজা হচ্ছে খাজা। এ কারখানায় উৎপাদিত খাবার মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই বেকারির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। তবে মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।