
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে রায়হান উদ্দিন সজিব (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (০১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে ইউনিয়নের বার আউলিয়া ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রায়হান উদ্দিন ফুলতলা গ্রামের ইউনিয়ন পরিষদ এলাকার জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। জানাগেছে, ঘটনার সময় বাড়ীতে পরিবারে অন্যন্য সদস্যরা ছিলেন না।
স্থানীয়রা জানায়, রায়হান মেধাবী ছাত্র ছিল। চট্টগ্রাম ক্যান্টরমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পাস করে সে চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।
জানাগেছে, প্রেম সংক্রান্ত ঘটনায় রায়হানের বাবা মা তাকে বকাঝকা করলে সে নিজ ঘরে অভিমানে আত্মহত্যা করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।