১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

গুলিস্তান – নাগরপুর রুটে বিআরটিসি বাসের উদ্বোধন করলেন এম.পি টিটু

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯
গুলিস্তান – নাগরপুর রুটে বিআরটিসি বাসের উদ্বোধন করলেন এম.পি টিটু

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ ঢাকার গুলিস্তান – নাগরপুর রুটে বিআরটিসি এসি/ ননএসি বাসের শুভ উদ্বোধন করলেন টাংগাইল – ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

আজ মঙ্গলবার ঢাকার গুলিস্তান থেকে আনুষ্ঠানিক ভাবে বিআরটিসি বাস নাগরপুরের উদ্দেশে যাত্রা আরম্ভ করে।

নাগরপুর -ঢাকা গুলিস্তান রুটে দীর্ঘদিন ভাল মানের কোন বাস না থাকায় যাত্রীরা দূর্ভোগের শিকার হয়ে আসছিল।

গুলিস্তান থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের এক যাত্রী সিরাজ সাংবাদিকদের বলেন,’আমরা নাগরপুর বাসী বিআরটিসি বাস পেয়ে অনেক আনন্দিত।এখন থেকে খুব আরামদায়কভাবে ঢাকায় যাতায়াত করতে পারব’।

এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাব্বর হোসেন এম. পি। আরও উপস্থিত ছিলেন নাইমুর রহমান দুর্জয় এম. পি, কাজী ফিরোজ রশিদ এম. পি এবং বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ।