১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

৪ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২০
৪ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব

Sharing is caring!

 

সায়মন ওবায়েদ শাকিল,বিশেষ প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পীরবাড়ি এলাকা থেকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

 

আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের সাইদ মিয়ার পুত্র মুসা (২৫), -দানু খান এর পুত্র নাদিম খান (২২), উলচা পাড়ার মোঃ আব্দুর রহমান এর পুত্র মোঃ কামাল হোসেন (২৮), নয়নপুর গ্রামের তোফাজ্জল হোসেন খাঁন এর পুত্র ইফরাত খান হৃদয় (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার খেওড়া গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র আরিফুর রহমান (২৪), জেলার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ইউনুস মিয়া ছেলে জাহিদুল ইসলাম জনি (২৫) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকার মৃত শাহ আলম এর ছেলে শাহ্ আলীমুল (১৬) ।

 

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে একটি মোটরসাইকেল চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া’সহ আশেপাশের জেলাগুলো হতে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা’সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

 

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পুলিশ লাইনের পার্শ্বে পীরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৪ টি চোরাইকৃত রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল (০১ টি পালসার, ০৩ টি এ্যাপাসি), চোরাইকৃত মোটরসাইকেল বিক্রির নগদ ৭২,১০০ টাকা উদ্ধারসহ তাদের আটক করেন।

 

সর্বমোট উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর আনুমানিক মূল্য ৭ লক্ষ ৩২হাজার ১ শত টাকা।

 

আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব ।