২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসে চলছে দুর্নীতি ও চাঁদাবাজি

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২০
মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসে চলছে দুর্নীতি ও চাঁদাবাজি

Sharing is caring!

ভূমি অফিসার জয়নাল আবেদীন ও তার সহকর্মী মোঃ ফয়সাল।

 

দেলোয়ার হোছাইন,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসে নতুন দালাল হিসাবে জয়েন করেছে মোঃ ফয়সাল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মুটার টাকার অংক

 

রাতে অন্ধ কারে ভূমি অফিসে বসে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা।সাধারণত মানুষকে ডাইলা কন্টাক্ট নাম করে টাকা নিচ্ছে দালান ফয়সাল।

 

এই সময় কোন লোকজন যেন ভূমি অফিসে দিকে নজর দিতে না পারে গেটের দরজা বন্ধ করে রেখেছে জয়সাল।

 

দিনের বেলা হাজারো মানুষের কাছ থেকে কন্টাক্ট নিচ্ছে ভূমি অফিসার জয়নাল আবেদীন ও তার সহকর্মী দালান ফয়সাল।

 

মহেশখালী কালারমারছড়া ভূমি অফিসার জয়নাল আবেদীন সাধারণত মানুষকে হয়রানি করছে বলে জানাগেছে, এবং অনেক মানুষকে জিম্মি করে রেখেছে ডাইলা নাম করে খতিয়ান সহ।

 

অসাহী মানুষকে ডাইলা না দিয়ে কিনে নিচ্ছে জমিন ভূমি অফিসার মোঃ জয়নাল আবেদীন। ভূমি অফিসার জয়নাল ইউনেছখালী মৌজাতে হাজারো মানুষের কাছ থেকে নেওয়া অনেক জমিন আছে বলে জানান গেছে লোকজন কাছ থেকে।

 

কিন্তু হাজারো মানুষের কাছ থেকে কন্টাক্ট করে একটা ডাইলা কাটালে ৬,০০০ -৭০০০ হাজার টাকা নেয়।সাধারণ মানুষ খতিয়ান দেখতে গেলে ৪০০-৫০০ টাকা নে ভূমি অফিসার জয়নাল আবেদীনও দালান ফয়সাল।

 

এলাকার লোকজন বলেন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি প্রশাসনের নজর রাখা উচিত মনে করে।