Sharing is caring!
অগ্নিঝরা মার্চ
মোঃ ছিদ্দিকুর রহমান
দেশের জন্য বাংলার সেনা
দিয়ে মার্চে গর্জন,
বাংলা মায়ের স্বাধীন এনে
পাকি করে বর্জন।
রক্তের স্রোতে গা ভাসিলো
অগ্নিঝরা মার্চে,
একাত্তরের সেই সব স্মৃতি
খুঁজে দেখো সার্চে।
ইতিহাসের পাতায় পাতায়
আছে তারা গাঁথা,
দেশের সুখের চিন্তাধারায়
ঘামায় সদা মাথা।
রক্তে রাঙ্গায় দেশের মাটি
চেয়ে দেশের মুক্তি,
ভাঙে তারা পাঁকবাহিনীর
ছিলো যতো শক্তি।
ভালোবেসে দেশকে তারা
অস্ত্র তোলে কাধেঁ,
পাকসেনাকে করে ঘায়েল
ফেলে তাদের ফাঁদে।