২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশে বর্তমানে অন লাইন নিউজ পোর্টাল রয়েছে জানালেন তথ্য মন্ত্রী

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
দেশে বর্তমানে অন লাইন নিউজ পোর্টাল রয়েছে জানালেন তথ্য মন্ত্রী

Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃদেশে বর্তমানে অন লাইন নিউজ পোর্টালইর সংখ্যা তিন হাজার পাচশত টি বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী ডাঃহাসান মাহমুদ। রোববার দুপুরে নিজ সচিবালয়ে বাংলাদেশ সংবাদ পএ পরিষদের (বি,এস,বি)সাথে মত বিনিময়েকালে এ তথ্য জানান তিনি। অন লাইন মিডিয়া গুলোকে খুব শিগ্রয়ই নিবন্ধনের৷ আওতায় আনা হবে বলে জানিয়েছেন। দেশে দৈনিক পএিকার সখ্যা এক হাজার দুইশটি।দৈনিক,সাপ্তাহিক ও মাসিক মিলে আছে তিন হাজার পাচশত আর অন লাইন নিউজ পোর্টাল আছে তিন হাজার পাচশত।এই জন্যই অন লাইন মিডিয়ার৷ শৃঙ্খল আনা প্রয়োজন আর এ জন্য অন লাইন নীতিমালার মাধ্যমে এ ধরনের মিডিয়া গুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। সম্প্রচার আইন ও অন লাইন নীতিমালার বিষয়ে জানতে চাইলাম তথ্য মন্ত্রী বলেন আইন ও নীতিমালা মন্ত্রী সভায় অনুমোদনের পর এখন আইন মন্দ্রনালয়ে যাচাই-বাছাই (ভেটিং) হচ্ছে। আইন মন্তণালেয়ের ভেটিং শেষে সংসদে আগামী অধিবেশনেই আইনটি উঠতে পারে বলে জানিয়েছেন।