১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিল উদ্ধার গাড়ি আটক গ্রেপ্তার ৪

admin
প্রকাশিত মার্চ ২, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিল উদ্ধার গাড়ি আটক গ্রেপ্তার ৪

Sharing is caring!

মনির সরকার, বিশেষ প্রতিনিধি :-

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকায় সিএনজি অটোরিক্সা তল্লাশী চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ সময় উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আঃ রশিদের ছেলে রিপন মিয়া(১৯), শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি (৩৪), দ্বীন-মনিপুর ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২০), তিন মাদক ব্যবসায়ী ও গাড়ি (সিএনজি) চালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া(২৮)গ্রেপ্তার করেছে।

 

জব্দ করা হয়েছে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি ।

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।