Sharing is caring!
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় মামলা করে বিপাকে পড়েছেন নির্যাতিতা নারী। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া গ্রামের বিধবা লতা রানীকে ধর্ষনের চেষ্টায় একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মোজাহার আলি ও তার সঙ্গীদের নাম উল্লেখ করে পলাশবাড়ী থানায় এক মাস পূর্বে মামলা দায়ের হলেও থানা পুলিশের নীরব ভুমিকায় আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরাসহ বাদীকে হুমকী প্রদর্শন করে আসছে।
পরিবারের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বেলা ১১টায় গাইবান্ধা প্রেসক্লাব গোরস্থান মোড়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতা ঐ নারী। উল্লেখ্য গেল ২৭ এপ্রিল রাত আনুমানিক ১১টায় অসহায় বিধবা লতা রানীকে নিজ বাড়ির টিউবয়েলের পার্শ্বে মোজাহার আলি ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এ সময় তার আর্তচিৎকারে মা ফুলকুনী রানীসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লম্পট মোজাহার ও তার লোকজন পালিয়ে যায়। এব্যাপারে স্থানিয়ভাবে সমাধান সম্ভব না হওয়ায় লতা রানী বাদি হয়ে গেল ১৮ মে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।