১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

স্পিকারের দিল্লি সফর স্থগিত

admin
প্রকাশিত মার্চ ১, ২০২০
স্পিকারের দিল্লি সফর স্থগিত

Sharing is caring!

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ● ফাইল ছবি

 

 

অভিযোগ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পূর্ব নির্ধারিত ভারতের রাজধানী নয়া দিল্লি সফর স্থগিত করা হয়েছে।

 

 

রোববার (১ মার্চ) অনিবার্য কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য স্পিকারের দিল্লি যাওয়ার কথা ছিল।

 

 

সোমবার (০২ মার্চ) থেকে ৬ মার্চ স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দিল্লি থাকার কথা ছিল।

 

 

সফর বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।