২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯

Sharing is caring!

বিয়ানীবাজারে দাসউরা সপ্রাবি’র ম্যানেজিং কমিটি গঠিত : সভাপতি ছাদেক আজাদ নির্বাচিত

অাব্দুল করিম বিয়ানীবাজার :: নীড়পাতা বাংলাদেশ সিলেট বিয়ানীবাজারে দাসউরা সপ্রাবি’র ম্যানেজিং কমিটি গঠিত : সভাপতি ছাদেক আজাদ নির্বাচিত

বাংলাদেশসিলেট

বিয়ানীবাজারে দাসউরা সপ্রাবি’র ম্যানেজিং কমিটি গঠিত : সভাপতি ছাদেক আজাদ নির্বাচিত

অাব্দুল করিম বিয়ানীবাজার :: বিয়ানীবাজার উপজেলার দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।
মঙ্গলবার (২৮ মে) স্কুল হলরুমে পরিচালনা কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সমাজকর্মী ছাদেক আহমদ আজাদকে সভাপতি নির্বাচিত করা হয়।

দাসউরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কমিটির শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির মূখ্য সচিব মইজ উদ্দিন শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য আপ্তাব উদ্দিন, শিক্ষক প্রতিনিধি ছালেহ আহমদ, বিদ্যোৎসাহী সমাজকর্মী ছাদেক আহমদ আজাদ ও রোকশানা বেগম, অভিভাবক সদস্য ফয়েজ আহমদ জাহেদ ও রাহেলা বেগম, জনপ্রতিনিধি সদস্য হোসেন আহমদ মেম্বার।

এদিকে সভায় সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এলাকার প্রবীণ মুরব্বি ও দাতা সদস্য আপ্তাব উদ্দিন ও অভিভাবক সদস্য ফয়েজ আহমদ জাহেদ। কিন্তু জাহেদের প্রস্তাবকারি শিক্ষক প্রতিনিধি ছালেহ আহমদ হলেও কেউ তাকে সমর্থন করেনি। পরে কন্ঠভোটে আপ্তাব উদ্দিন সহ সভাপতি নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক ছাদেক আহমদ আজাদ এক প্রতিক্রিয়ায় বলেন, আমি এ স্কুলের ছাত্র ছিলাম, আজ সভাপতি হয়েছি। এজন্য স্কুলের সার্বিক উন্নয়নে আমার দরদ থাকবে সবচেয়ে বেশি। তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী তথা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছেলেমেয়েদের পড়ালেখার দিকে বিশেষ নজর দেই।

এদিকে বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ও সংগঠক ছাদেক আহমদ আজাদ দাসউরা সপ্রাবি’র সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সুহৃদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।

সূত্রমতে, গত শনিবার স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ আগামী তিন বছরের জন্য ছাদেক আহমদ আজাদ ও রোকশানা বেগমকে বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত করেন। এর দু’দিন পর মঙ্গলবার সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের মাধ্যমে দীর্ঘ দেড় বছর পর দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হলো।