১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

কসবায় ভূমিদস্যুর দখল ঠেকাতে রাস্তায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী

admin
প্রকাশিত জুন ২৯, ২০১৯
কসবায় ভূমিদস্যুর দখল ঠেকাতে রাস্তায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী

Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ভূমিদস্যুর কবল থেকে জিলানিয়া আলিম মাদ্রাসার জায়গার দখল ঠেকাতে রাস্তায় নেমে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসার জায়গা রক্ষা করার জন্য শিক্ষক- শিক্ষার্থীরা মানববন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খাড়ের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জিলানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খান, ইউপি সদস্য এরশাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও শিক্ষার্থীদের পক্ষে মো. সাইদুর রহমান।