ক্রীড়া ডেস্ক : রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিন্ন পাঁচ গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। যে জন্য সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
সর্বনিম্ন ১০০ টাকা করে পাওয়া যাবে গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারির টিকিট। এছাড়া পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। প্যাভিলিয়ন লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা।
আজ (শুক্রবার) থেকেই পাওয়া যাবে এ সিরিজের টিকিট। সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বুথ থেকে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।
উল্লেখ্য, আগামী ১ ও ৩ মার্চ সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। তবে ৬ মার্চ শুক্রবার হওয়ায়, সেদিনের ম্যাচ শুরু দুপুর ২টায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.