Sharing is caring!
আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
চট্রগ্রাম নগরের বাকলিয়ার রসুলবাগ থেকে ইয়াবা ও অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ৮০০ পিস ইয়াবা, ৩টি ছোরা ও ২টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।গ্রেফতার মো. জিয়া উদ্দিন ওরফে জিয়া (২৮), মিন্টু দত্ত (২০) ও মো. শফিকুল ইসলাম ওরফে মুন্না (২০)।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে এ ব্লক আবাসিকের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছ। এসময় তাদের বাসায় তল্লাশি করা হলে ৮০০ পিস ইয়াবা, ৩টি ছোরা, ২টি খেলনা পিস্তল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে।