মনির সরকার, বিশেষ প্রতিনিধি :-
চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের প্রায় ৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় করোনা ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় এবার ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং ট্যুরিস্ট ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া এক টুইটার বার্তায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ওই টুইটার বার্তায় বলা হয়েছে, সৌদি আরবে করোনা ভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে।
এ বিষয়ে প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় সাময়িক সময়ের জন্য বিদেশি নাগরিকদের ভিসা দেবে না সৌদি আরব।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত গোটা বিশ্বে ২ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনার কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন ইরান। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৯ জন মারা গেছেন।
তবে সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে বুধবার নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.