Sharing is caring!
তিনিই শ্রেষ্ঠ শেষ নবী
– ডা.মিজানুর মাওলা।
রচনা কাল- ২৫/০২/২০২০ ইং
কুল-মাখলুকাত সৃষ্টি করলেন যাহার উছিলায়,
তিনিই হলেন শ্রেষ্ঠ নবী আখেরের বেলায়।
সে যে মোদের পেয়ারা নবী মুহাম্মদ রাসুল,
তিনিই হইলেন শ্রেষ্ঠ মানুষ নবীদের বুলবুল।
কোরাইশ বংশের উত্তরসুরী আরবের দুলদুল,
আল্লাহর বন্ধু নবীদের নবী আমাদের রাসুল।
আখেরি নবী জন্ম নিলেন আব্দুল্লাহর ঐ ঘরে,
এতিম হয়ে ভুমিষ্ঠ হইলেন মা আমেনার উঁদরে।
আব্দুল মোত্তালেব দাদা ছিলেন শিশু মোহাম্মদের লালন পালনের ভারে,
দুধ মা হলেন হালিমা বিবি মা আমেনার পরে।
আবুতালেব চাচা ছিলেন দাদার পরে তিনিই নিলেন ভার,
আদর্শ তার উঠছে ফুটে দুধ ভাইদের সাথে করছেন ব্যবহার।
কর্মে ধর্মে ছিলেন যিনি সঠিক ও সোচ্চার,
আদর্শবাদী তিনিই নবী গর্বিত ছেলে মক্কার।
চাচার সঙ্গে ব্যবসা করতে মুহাম্মদ সিরিয়াতে যায়,
আলআমিন বলে নবীকে চিনে বিবি খাদিজায়।
বিশ্বস্তার গুণেই খাদিজা মুহাম্মদকে দিলেন ব্যবসায়িক ভার,
রুপে গুণে অধির হয়ে করিলেন ব্যবস্থা বিবাহের।
মুহাম্মদ কালক্রমে হলেন বড়ো পঁচিশ বছরে খাদিজার সাথে দাম্পত্যে জড়ো,
চল্লিশ বছরে নবুওয়াতি পেলেন যিনি কোরআন নাযিল বড়ো।
আধার যুগে আলোর ধারায় দিলেন নবীজী কালেমার দাওয়াত,
আলোকিত হলো মক্কা ও মদিনাবাসী বিশ্ব পেলো হেদায়াত।
যিনিই হইলেন বিশ্ব নবী শ্রেষ্ঠ মানুষ ও নবী আখেরি জামানার,
দোজাহানের সরদার নবী উম্মতে মুহাম্মদির বান্দা যে খোদার।