বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বরগুনাঃ গতকাল সকাল ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজ গেট এর সামনে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন বরগুনার নয়ন বন্ট ও তার সহকর্মীরা।
হত্যাকান্ড মোবাইলফোনে ধারনকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ,এবং বরগুনার সকল জনতা এর বিচার হিসেবে খুনির ফাসি চায়।
আজ ২৭ জুন হত্যাকান্ডকে কেন্দ্র করে সকাল ১০ টায় বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস এ মানববন্ধন করেন শিখ্যার্থিরা এবং বেলা ১২ টায় বরগুনার সকল পেশার মানুষ বরগুনা প্রেসক্লাব এর সামনে মানববন্ধন করেন। তারা খুনি নয়ন ও তার সাথিদের ফাসি চেয়ে এ মানববন্ধন করেন। বরগুনা যেন এমন কান্ড আর না হয় তেমনটাই তাদের দাবি।তাদের মূল কথা ছিলো """ ফাসি ফাসি ফাসি চাই রিফাত হত্যার ফাসি চাই""" আমার ভাই কবরে নয়ন কেনো বাহিরে। ।।।বরগুনাবাসীর দাবি দ্রুত খুনিকে ফাসি দেয়া হোক। কারন নয়ন আরও একাদিক মামলার আসামি এবং সে এমন আরও ছোটখাটো ঘটনা করেছেন,তাই তার ফাসি কাম্য।
অন্যদিকে রিফাতের মরদেহ নিয়ে বরিশাল হাসপাতাল থেকে বরগুনায় ফিরছেন তার স্বজন ও বন্ধুরা।
রিফাতের স্ত্রি গনমাধ্যমকে জানায় বিয়ের আগে নয়ন তাকে সমস্যা করতো।একথা তিনি তার পরিবারকে জানায়, পরে তাকে সামাজিক ভাবে রিফাতের সাথে বিয়ে দেয় এবং তারা সুখেই ছিলো। তবে বিয়ের পরও নয়ন তাকে সমস্যা করতো আর সে কথা তিনি রিফাতকেও বলেছিলেন। তবে সে জানায় যে নয়ন এর সাথে রিফাতের কিছু হয়েছেকিনা সে তা জানেন না।
অবশেষে বরগুনা থানায় রিফাতের বাবা ১২ জনের নামে মামলা করেন এবং আসামি ১ জন গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার জানায় খুনিদের আটক করতে পুলিশ টহলদারে আছেন। তিনি বলেন খুনিকে ছাড়দেয়া হবে না ,আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.