১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০
সাতক্ষীরায় ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Sharing is caring!

মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধি:

র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কর্তৃক ৪৬ (ছেচল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

২৪ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ গভির রাতে অতিঃ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এবং সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ঝাপাঘাট নামক গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

 

উক্ত সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ঝাপাঘাট জামালের মোড় ব্রীজের উপর থেকে আসামী আক্তারুল ইসলাম (২৮), পিতা- আব্দুস সাত্তার, সাং- ঝাপাঘাট (সরদার বাড়ী), থানা-কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ৪৬ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে করে ।

 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং-৩৮, তারিখঃ ২৪/০২/২০২০ ইং।