১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার প্রশংসা করে হলিউড সুপারস্টার জোলির চিঠি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
শেখ হাসিনার প্রশংসা করে হলিউড সুপারস্টার জোলির চিঠি

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি (ডানে)

 

 

অভিযোগ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি।

 

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

 

 

রোহিঙ্গা ইস্যুতে চিঠিতে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

 

কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলিনা জোলি ● ফাইল ছবি

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অ্যাঞ্জেলিনা জোলির সৌজন্য সাক্ষাৎ ● ফাইল ছবি

 

অ্যাঞ্জেলিনা জোলি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা মানবিক সঙ্কট মোকাবেলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।

 

 রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলছেন অ্যাঞ্জেলিনা জোলি ● ফাইল ছবি

 

জোলি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেত্রী।

 

কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি ● ফাইল ছবি

 

ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।