বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে বিশ্বনাথে মাসুক মিয়া (২৭) ও আমিনুল ইসলাম জবরুল (৩০) নামে আন্তঃবিভাগীয় ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাসুক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও আমিনুল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শিকারপুর গ্রামের আবদুর নুরের ছেলে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সাতপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাসুক ও আমিনুলের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ডাকাতি মামলা রয়েছে (মামলা নং- ১২, ১৪-০২-১৯)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা বলেন, আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা বয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.