Sharing is caring!
মনির সরকার, বিশেষ প্রতিনিধি :-
এবার আসছে ২০০ টাকার নোট। ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী ১৭ মার্চে এই নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হবে।
২০০ টাকার নোটের পাশাপাশি ২০০ টাকার স্মারক নোটও বাজারে ছাড়া হবে।
মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই নোট ছাড়া হবে বলে জানান তিনি। বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোটও লেনদেন হবে। ২০০ টাকার নোটের নকশার (ডিজাইন) কাজ চলছে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট।
১৯৭৯ সালে ২০ টাকার নোট এবং ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট।
এছাড়া স্বাধীনতার পর থেকে বাজারে ছাড়া হয় ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা এবং ১, ২ ও ৫ টাকার কয়েন। বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
এই তালিকায় যুক্ত হচ্ছে ২০০ টাকার নোট। এছাড়া এ পর্যন্ত ১২ ধরণের স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০-২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার।