ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে দুইটি সয়ংক্রিয় শাটারগান, ১০ রাউন্ড গুলি, ৫টি হাতবোমা ও একটি চাপাতি সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে শ্রীপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকারীরা হচ্ছে, শ্রীপুর উপজেলার বকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩২), সারঙ্গদিয়া গ্রামের শফিক মোল্ল্যার ছেলে বকুল মোল্ল্যা (২৮) এবং আমলসার গ্রামের মাছিম শেখের ছেলে জামিরুল (২৯) ।
শ্রীপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের কালিনগর গ্রামের রফিক নামে এক ব্যাক্তি ট্রাক ভাড়া করার কথা বলে মোবাইল ফোনে রাজবাড়ির কালুখালি থানার মহিষডাঙি গ্রামের বালু ব্যাবসায়ী পলাশ মন্ডলকে (২৫) তার এলাকায় আসতে বলে।
রফিক পূর্ব পরিচিত হওয়ায় পলাশ তার বন্ধু মাজেদুলকে নিয়ে নান্নু নামের এক ব্যাক্তির ভাড়া মটর সাইকেলযোগে গত (১৯ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় কালিনগর এলাকায় আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেলের চালক নান্নু, পলাশ ও মাজেদুলকে অপহরণ করে।
পলাশকে শ্রীপুর উপজেলার আমলাসার ইউনিয়নের মাদিয়াপাড়া এলাকায় একটি বাগানে এবং নান্নু ও মাজেদুলকে আমলসার গ্রামের লিটন নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে গ্রেপ্তারকৃত ডাকাতরা।
এরপর তারা মোবাইল ফোনে পলাশের বাড়িতে চাঁদা দাবি করে। বিষয়টি পলাশের বাড়ির লোকজন শ্রীপুর থানা পুলিশকে জানায়।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এলাকাবাসীর উপস্থিতি আাঁচ করতে পেরে সন্ত্রাসীরা অপহৃত পলাশকে সেখানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে এলাকাবাসী পলাশকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় আমলসার গ্রাম থেকে প্রথমে মিন্টু বিশ্বাস কে গ্রেপ্তার করে।
এরপর তার স্ব^ীকারোক্তি মোতাবেক পুলিশ একই গ্রাম থেকে জামিরুল ও বকুল কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের জিঙ্গাসাবাদের ভিত্তিত্তে পুলিশ আমলসার গ্রামের জামিরুলের বাড়ির পেঁয়াজ রাখা ঘর থেকে ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি, ১টি চাপাতি এবং ৫টি হাতবোমা উদ্ধার করে। এ সময় একই এলাকার লিটনের বাড়ি থেকে মাজেদুল ও নান্নু নামে অপহৃত অপর দুই ব্যাক্তিকেও উদ্ধার করে পুলিশ।
ওসি মো: মাহাবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। শুধু ডাকাতি নয়, তারা অপহরণ করে মুক্তিপন আদায়, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
তাদের নামে বিভিন্ন থানায় ডাকাতি অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটনার একাধিক মামলা রয়েছে। তাদের দলে আরো একাধিক সদস্য রয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.