২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরগুনায় সাবেক স্বামী নয়ন বন্ড, বর্তমান স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
বরগুনায় সাবেক স্বামী নয়ন বন্ড, বর্তমান স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

বিশ্ববিদ্যালয় প্রতিনিদি, বরগুনাঃ বরগুনার কলেজ রোড এলাকায় এক স্ত্রীর বর্তমান স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারী কলেজের সামনের গেটে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত বরগুনার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ানের দুলাল শরীফের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন প্রেমের পরে দুই মাস আগে রিফাত শরীফের সাথে বিয়া হয় আয়শা সিদ্দিকা মিন্নির। পরে বরগুনার পৌরসভার ধানসিরি এলাকার আবুবকর সিদ্দিক এর ছেলে নয়ন বন্ড মিন্নিকে তার স্ত্রী বলে দাবী করেন।

এনিয়ে বিরোধ শুরু হলে তাদের মধ্যে কথার কাটাকাটি হয় একাধীকবার।

পরে আয়সার ফেইসবুক আইডি হ্যাক করে আয়শার ছবি দিয়ে ফেইসবুকে অপওিকর পোষ্ট দেয় নয়ন বন্ড।

এই বিষয় নিয়ে রিফাতের সাথে তুমুল ঝগড়া হয় নয়নের। পরে আজ সকালে কলেজের সামনে পেয়ে তাকে নয়ন ও তার কয়েকজন সহযোগীরা প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

এরপর স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎস্যক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। তবে বরিশাল পৌছানোর পরে চিকিৎস্যা চলাকালীন অবস্থায় মারা যায় রিফাত।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। স্থানীয়দের ভাষ্যমতে তারাও নয়ন বন্ডের নাম জানতে পেরেছে।

নয়নকে গ্রেপ্তারে তারা অভিযানও করেছে তবে নয়ন পলাতক। এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।