১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
লোহাগড়ায় ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

মোঃ আঃ রহমান শেখ. ( নড়াইল প্রতিনিধি ) :

নড়াইলের লোহাগড়ায় ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় লোহাগড় থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস, এসআই আতিকুজ্জামান, এএসআই জাহিদ, এএসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বুধবার ( ১৯ ফেব্রুয়ারি ) সন্ধ‍্যা ৬ টা থেকে রাত ১০ টা পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মৌলভী- ধানাইড় গ্রামের মৃত হাফিজার রহমান ভূইঁয়ার ছেলে মোঃ মিন্টু ভূইঁয়া (৪০) এবং একই গ্রামের মৃত বক্কারের ছেলে হিরু মিয়া (৫০)। মিন্টু ভূইঁয়াকে পৌনে সাতটার দিকে আড়িয়ারা উত্তর পাড়া পুলের উপর থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এবং হিরু মিয়াকে রাত পৌনে দশটার দিকে তার নিজ বাড়ির উঠান থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস এবং এসআই আতিকুজ্জামান বাদী হয়ে দুটি পৃথক মাদক মামলা দায়ের করেন। আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব‍্যবসার সাথে জড়িত।