Sharing is caring!
মু,ইসমাইল হোসাইন (রনি) লক্ষীপুর প্রতিনিধি গতকাল বুধবার, ১৯ফেব্রুয়ারী ২০২০, লক্ষীপুরের রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের নেতৃত্বে এসঅাই(নিঃ)/মোঃ মজিবুর রহমান তপাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া রামগতি থানার মামলা নং-১১, তারিখ-১৯/০২/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ দঃবিঃ আইনের ৩২৬/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধর্ষন মামলার আসামী ১। মোঃ জাবেদ হোসেন(২২), পিতা-আবদুর রহিম, মাতা-বিবি ছকিনা, সাং-চর ফলকন, মাতাব্বর হাট(হারুন ফরাজী বাড়ী@বারেক ব্যাপারী বাড়ী), থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর, বর্তমান সাং-নিউ মনসুরবাদ, উত্তর আগ্রাপাড়া, জসিম জমিদার বাড়ী, ১০নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-সিএমপি, চট্রগ্রাম, ২। মোঃ ইয়াছিন(২২), পিতা-মৃত কাজল, মাতা-আমেনা বেগম, সাং-চারগাঁও(মীরপুর বাজার), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-নিউ মনসুরবাদ, উত্তর আগ্রাপাড়া, জসিম জমিদার বাড়ী, ১০নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-সিএমপি, চট্রগ্রামদ্বয়কে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।