১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

রামগতি থানা পুলিশ কর্তৃক ধর্ষন মামলার আসামী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
রামগতি থানা পুলিশ কর্তৃক ধর্ষন মামলার আসামী গ্রেফতার

Sharing is caring!

 মু,ইসমাইল হোসাইন (রনি) লক্ষীপুর প্রতিনিধি গতকাল বুধবার, ১৯ফেব্রুয়ারী ২০২০, লক্ষীপুরের রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের নেতৃত্বে এসঅাই(নিঃ)/মোঃ মজিবুর রহমান তপাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া রামগতি থানার মামলা নং-১১, তারিখ-১৯/০২/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ দঃবিঃ আইনের ৩২৬/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধর্ষন মামলার আসামী ১। মোঃ জাবেদ হোসেন(২২), পিতা-আবদুর রহিম, মাতা-বিবি ছকিনা, সাং-চর ফলকন, মাতাব্বর হাট(হারুন ফরাজী বাড়ী@বারেক ব্যাপারী বাড়ী), থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর, বর্তমান সাং-নিউ মনসুরবাদ, উত্তর আগ্রাপাড়া, জসিম জমিদার বাড়ী, ১০নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-সিএমপি, চট্রগ্রাম, ২। মোঃ ইয়াছিন(২২), পিতা-মৃত কাজল, মাতা-আমেনা বেগম, সাং-চারগাঁও(মীরপুর বাজার), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-নিউ মনসুরবাদ, উত্তর আগ্রাপাড়া, জসিম জমিদার বাড়ী, ১০নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-সিএমপি, চট্রগ্রামদ্বয়কে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।