১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বজয়ী তামিমের ঝড়ো সেঞ্চুরি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
বিশ্বজয়ী তামিমের ঝড়ো সেঞ্চুরি

Sharing is caring!

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ফর্মটা যেন দেশেও টেনে নিয়ে এসেছেন যুব বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ জয়ের সপ্তাহ দুয়েকের মধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে দলের বিপর্যয় সামাল দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান।

 

বিশ্বকাপে ওপেনার হলেও এই ম্যাচে তিনি খেলতে নেমেছিলেন ছয় নম্বরে। টি-টোয়েন্টি স্টাইলে ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। 

 

 

বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যুব দলের তিন ব্যাটসম্যান মিলে সাকুল্যে করেছেন ৪ রান। মাহমুদুল জয় ১, শাহাদাত ২ ও আকবর আউট হয়েছেন ১ রান করে।

 

 

তাদের তিনজনকেই নামানো হয়েছিল বিশ্বকাপে করা নিজেদের পজিশনেই। তবে এক ইনিংসে রান পাননি বলেই যে বাতিলের খাতায় ফেলে দিতে হবে যুবা ক্রিকেটারদের- এমনটাও কিন্তু নয়।

 

 

ওই তিন ব্যাটসম্যান না পারলেও ওপেনার হয়েও ৬ নম্বরে খেলতে নেমে ঠিকই নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন তানজিদ হাসান তামিম।