Sharing is caring!
প্রয়াত চলচ্চিত্র অভিনেতা তাপস পাল- ফাইল ফটো
মোঃ মহিবুল ইসলাম (রাজু) : পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা তাপস পাল।
মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের এই গুণী শিল্পী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের।
মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা অন্যতম।
১৯৮১ সালে সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি। বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তাপস। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদও ছিলেন এই প্রতিভাবান অভিনয় ব্যক্তিত্ব।