Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকায় দুই ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই ছাত্রলীগ কর্মী হলো- টিপু (২৫) ও রুবেল (২২)। এর মধ্যে টিপুর অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত দুজনই নগর যুবলীগ নেতা দিদারুল আলমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, নগরীর শুলকবহর (৮নং)ওয়ার্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা দিদারুল আলম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বশরের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে টিপু-রুবেলসহ টেক্সটাইল গেট এলাকায় একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুটি সিএনজি অটোরিকশা যোগে আবুল বশরের অনুসারী ১০-১২ জন যুবলীগ কর্মী এসে টিপু ও রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকারকে ফোনে না পাওয়ায় তার কোনও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে, বিষয়টি নিয়ে বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে শুনেছি। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ বা মামলা করেল তাদের আইনগত সহায়তা দেয়া হবে।’
এ ছাড়াও গতকাল ঘটনার পর থেকে ওই এলাকায় যাতে পরবর্তীতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।