Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ, প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোষাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় কালিয়াকৈর থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বিন্দুরচর এলাকার মৃত একাব্বর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে বাশার হোসেন (২৪)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা মুন্সিরটেক এলকায় গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী প্রতিদিনের মতো গত সোমবার রাতে ডিউটির শেষে তার ভাড়া বাসায় ফিরছিলেন। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মুন্সিরটেক এলাকায় পৌছালে শহিদুল হোসেন, বাশার হোসেন, জামাল হোসেন, বাবুল হোসেন চার বখাটে মিলে ওই নারীকে গতিরোধ করে। এ সময় তারা প্রথমে তার মোবাইল সেট ও টাকাসহ ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে। পরে তার মুখ বেধে জোরপূর্বক তাকে পাশের একটি নির্ঝন পরিতাক্ত্য ঘরে নিয়ে যায়। এ সময় বাবুল হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে বখাটেরা দৌড়িয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তারিখ- ২৫.০৬.২০১৯ইং