২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাহিত্য

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
সাহিত্য

Sharing is caring!

শতবর্ষে মুজিব- ২০২০ এর ৮ই ফাল্গুন ১৪২৬বঙ্গাব্দ; মাতৃভাষা দিবসের অঙ্গীকার হোক শতভাগ বাংলা চাই!

মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গকণ‍্যা শেখ হাসিনার কাছে আমাদের খোলা কাগজে ও অন‍্যান‍্য মিডিয়ায় দাবী করছি; বাংলা ভাষার অলংকৃত ও ভাষার উন্নতি শতভাগ বাংলা ভাষা শিক্ষা দিক্ষায় সকল ক্ষেত্রে এবারের মুজিব বরষে
শতবর্ষে মুজিব- ২০২০ এর ৮ই ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ; মাতৃভাষা দিবসের অঙ্গীকার হোক (সকলক্ষেত্রে)শতভাগ বাংলা চাই!
চালচলন সকল ক্ষেত্রে বাংলা চাই!!!
সকল ক্ষেত্রেই শতভাগ বাংলাভাষার ব‍্যবহার সুনিশ্চিত করতে চাই! যে খানে বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা তাই!! বাংলাভাষার মর্যাদা রক্ষা করতেই মাতৃভাষায় প্রত‍্যেক- দ্রব‍্য পণ্যের গায়ে প্রোডাক্ট নাম সাইনবোর্ড, ব‍্যানার, এ‍্যাড, ব‍্যংক, বীমা ও আদালতের হলফে সর্বক্ষেত্রে বাংলা ভাষায় সকল চুক্তির চুক্তি বাংলায় থাকতে হবে, যা প্রথমে বা উপরে বড়ো করে লেখার ছাপ থাকার পরে যদি প্রয়োজন মনে করে সে ক্ষেত্রে ইন্টারন‍্যাশনাল ভাষা ইংরেজি বা অন‍্যান‍্য ভাষা ব্রাকেট বন্দনি হতে পারে যদিও উক্ত দ্রব‍্য পণ্য প্রোডাক্ট বাণিজ্যিক ক্ষেত্রে আমদানি ও রপ্তানি যোগ্য হওয়াতে বিষয়টি অতিবগুরুত্তপুর্ন হিসেবেই প্রকাশ ও প্রচার করার সদ্বয় কামনা করছি:

রক্তের কেনা ভাষা ও মাটির সন্তান বাংলাভাষার গর্বিত ছেলে – ডা.মিজানুর রহমান মাওলা ( অভিজ্ঞ চিকিৎসক ও লেখক ) ঢাকাস্থ বরিশাল হিজলাউপজেলা।