Sharing is caring!
রাকিব হোসেন, ভোলা : ভোলায় নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পরিচালিত চলমান মাদক বিরোধী অভিযানে সোমবার (২৪ জুন) দুপুরে ইলিশা ফেরীঘাট থেকে ১৪০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৬০ হাজার টাকাসহ সুকুমার মিস্ত্রী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুকুমার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধু কাঠি ইউনিয়নের নারায়ণ মিস্ত্রীর ছেলে। সে লক্ষিপুরের মধু চৌধুরীর ঘাট থেকে এমভি. কুতুবদিয়া লঞ্চ যোগে ভোলা আসার পথে তাকে মাদক সহ আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪০৫ পিস ইয়াবা, ২ কেজি গাজা ও নগদ ৬০ হাজার টাকাসহ আটক করে সুকুমার মিস্ত্রীকে। আরো জানাগেছে, সুকুমার দেশের মাদক পাচার সিন্ডিকেটের একজন অন্যতম সদস্য। সে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক আমদানী করে ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদক আইনে ভোলা থানায় মামলা দায়ের করা হয়েছে।