বিশেষ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বাসের ছাদ থেকে ওই বাসের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের শ্যালক জিয়াউর রহমানকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলার চরফ্যাশন উপজেলার বাস টার্মিনাল থেকে সোমবার দিবাগত গভীর রাতে হাজী কে. আলী এন্টারপ্রাইজ নামক বাসের ছাদ থেকে ওই বাসের মালিক সোহাগ ভূঁইয়া (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ীর মৃত আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। চরফ্যাশন থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আরেফিন জানান, হাজী কে. আলী নামক বাসের ছাদ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে এ লাশের আসল রহস্য খুজে পাওয়া যাবে। তবে নিহত সোহাগকে মাথায় আঘাত করে ফাঁস দিয়ে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় পারিবারিক ভাবে প্রাথমিক সন্ধেহে সোহাগের শ্যালক জিয়াকে আটক করা হয়েছে। ঘটনার পর কে. আলী এন্টারপ্রাইজের চালক ও হেলপার পলাতক রয়েছে।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com