Sharing is caring!
জাহিদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন কে আটক। ২৪ জুন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন কুপতলা রামপ্রসাদ এলাকায় আসামি বাবলু কর্মকার (৫৫) নুর ইসলাম উভয় পিতা মৃত নয়া কামার সাং রামপ্রসাদ কে অনুমান ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার
লক্ষিপুর মৌজা মালিবাড়ি এলাকায় আসামি সৈয়দ জামান(৬০) পিতা মৃত মোজাহার মাস্টার সাং মৌজা মালিবাড়িকে ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার
কুপতলা চাপাদহ এলাকায় আসামি পাপেল মিয়া (২৮) পিতা জুলফিকার আলি ভুট্টো সাং চাপাদহকে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার
মমিনুল মিয়া পিতা সামসুল মিয়া আতাউর পিতা আঃ রাজ্জাক উভয় সাং গিদারি দের মাদক সেবনের জন্য আটক করা হয়।পশ্চিম কুপতলা এলাকায় আসামি এনামুল হক(২৮)পিতা ওমেদ আলী সাং পশ্চিম কুপতলা নজরুল ইসলাম (৩৫) পিতা মৃত সালাম সাং কমার পাড়া সাদুল্লাপুর দের ২৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার
গ্রেফতারী পরোয়ানায় আরিফুল ইসলাম পিতা মৃত আনোয়ারুল সাং খানকা শরিফ আমিরন বেগম স্বামী ফিরোজ কবির সং দারিয়াপুর দের গ্রেফতার করা হয়েছে।