Sharing is caring!
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব -১৩।
র্যাব -১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১৩) এর সিপিসি-১ দিনাজপুর এর ভারপ্রাপ্ত অধিনায়ক ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি আভিযানিক দল
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন কাছিনীয়া (ডাক্তারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ব্যাবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন কাছিনীয়া (ডাক্তারপাড়া) এলাকার মোঃ তবারক আলী ছেলে মোঃ হামিদুল ইসলাম (৪০)।
সূত্র আরো জানায় যে, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং এলাকায় জনশ্রুতি আছে, সে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য চোরাচালান চক্রের একজন মূল হোতা।
র্যাব বাদী হয়ে ধৃত আটককৃতের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১৩) সিপিসি-১ দিনাজপুর এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ নাজমুস সাকিব ।